Fri. May 3rd, 2024

পাইলট প্রকল্প

আমরা নারায়নগঞ্জ জেলার সোনারগাও উপাজেলাধীন নুনেরটেক গ্রামে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছি। এই প্রবল্পের আওতায় ইতি মধ্যে ২০ জনকে এক হাজার টাকা করে বিনা সুদে ঋণ প্রদান করা হয়েছে। তাদেরকে তিন মাস সময় দেয়া হয়েছে ঋণ ফেরত দানের জন্য। এর মধ্যে যারা যারা টাকা ফেরত দেবে তারা পরে আবার ঋণ পাবে। যারা দেবে না তারা আর পাবে না। তারা ব্লাক লিষ্টেড হয়ে থাকবে। আমরা চাই তারা স্বেচ্ছায় ঋণ ফেরত দিক। তাদের উপর কোন রকমের চাপ প্রয়োগ করা হবে না। পরীক্ষামূলকভাবে আমরা দেখতে চাই কত জন টাকা ফেরত দেয়। এর উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যতের প্রকল্প। খাজা মুঈনুদ্দিন চিশতির নেতৃত্বে এই প্রকল্প চলছে

পাইলট প্রকল্প-২

আমাদের আর একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন উত্তর ডুমুরিয়া গ্রামে। এখানে ১০ জনকে এক হাজার টাকা করে বিনা সুদে ‍ঋণ দেয়া হয়েছে।এখানের বেশীর ভাগ মানুষ কৃষিও মৎস্যজীবী। এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন মোঃ আতিকুল্লাহ। এইখানের মানুষজন ভাসমান সব্জী চাষে দক্ষ।এখানকার কয়েকটি গ্রামেই মূলত ভাসমান সব্জীচাষ শুরু হয়। বর্তমানে এই পদ্ধতি জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে।